আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একধাপ অবনমন হয়েছে। তাতে ওয়েস্ট ইন্ডিজেরও নিচে নেমে গেছে বাংলাদেশ। ওয়ানডে র্যাংকিংয়ে এখন ১০ নম্বরে আছে বাংলাদেশ। সোমবার (০৫ মে) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাৎসরিক র্যাংকিং হালনাগাদ করেছে। ৪ রেটিং পয়েন্টসহ একধাপ নিচে নেমেছে বাংলাদেশ। ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন দশে। ওয়ানডেতে অবনমন হলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে নিজেদের জায়গা ধরে রেখেছে বাংলাদেশ। দুই ফরম্যাটেই বাংলাদেশের অবস্থান নয়ে।
ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের সব সময়ই ছিল গর্বের জায়গা। এই ফরম্যাট বাংলাদেশের স্বাচ্ছন্দ্যের জায়গা। ২০১৫ বিশ্বকাপের পর থেকে ওয়ানডেতে বাংলাদেশের সাফল্যছুট চলছিল ধারাবাহিক গতিতে। কিন্তু গত এক বছরে ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স যাচ্ছেতাই। নয় ম্যাচে বাংলাদেশ জিততে পেরেছে মাত্র তিনটিতে। তিনটি সিরিজ খেললেও জিততে পেরেছে মাত্র একটি। আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে। ওয়েস্ট ইন্ডিজে ৩-০ ব্যবধানে হয়েছিল হোয়াইটওয়াশ। যার প্রভাব পড়েছে র্যাংকিংয়ে।
বাংলাদেশকে পেছনে ফেরা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট বেড়েছে ৫। ৮৩ পয়েন্ট নিয়ে তারা এখন নয়ে অবস্থান করছে। এদিকে উন্নতি হয়েছে আফগানিস্তানের। তারা ইংল্যান্ডকে টপকে সাতে উঠেছে। আটে নেমে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
চ্যাম্পিয়নস ট্রফি জেতা ভারত যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। তবে ২ রেটিং পয়েন্ট বেড়েছে তাদের। ১২৪ পয়েন্ট তাদের। ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নিউ জিল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তিনে। পরের ধাপগুলোতে আছে শ্রীলঙ্কা (১০৪), পাকিস্তান (১০৪), দক্ষিণ আফ্রিকা (৯৬)।
এছাড়া টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ভারত ২৭১ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে, ২৬২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া দুই নম্বরে আছে। এই ফরম্যাটে বাংলাদেশের অবস্থান নয়ে। রেটিং পয়েন্ট ২২৫।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/