জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই এবার নতুন করে সাইবার হামলার ঘটনা সামনে এলো। একাধিক ভারতীয় প্রতিরক্ষা সংস্থার ওয়েবসাইট হ্যাক করেছে পাকিস্তানি হ্যাকাররা, এমনটাই জানিয়েছে এনডিটিভি।
ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাতে জানা গেছে, এই সাইবার হামলার ফলে প্রতিরক্ষা কর্মীদের লগইন তথ্যসহ সংবেদনশীল তথ্য ফাঁসের আশঙ্কা রয়েছে।
পাকিস্তানের ‘সাইবার ফোর্স’ দাবি করেছে, তারা মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এবং মনোহর পারিকর ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের গুরুত্বপূর্ণ ডেটায় প্রবেশ করতে পেরেছে। এক্স (সাবেক টুইটার) পোস্টের মাধ্যমে তারা এ দাবি করে।
সূত্র আরও জানায়, হ্যাকাররা ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা ‘আর্মার্ড ভেহিকেল নিগম লিমিটেড’-এর ওয়েবসাইট হ্যাক করার চেষ্টাও করেছে। সেই কারণে সম্ভাব্য ক্ষতির মাত্রা নির্ধারণ ও নিরাপত্তা পর্যালোচনার জন্য ওই ওয়েবসাইটটি আপাতত অফলাইনে রাখা হয়েছে। একই সঙ্গে পরবর্তী অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা পরিকাঠামো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/