দীর্ঘ চারমাস পর চিকিৎসার পর লন্ডন থেকে এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার বেলা সাড়ে ১০ টা ৪০ মিনিটে ঢাকায় নামেন। এরইমধ্যে তার গুলশানের বাসভবন ফিরোজায় উঠেছেন তিনি।
বেগম জিয়ার দেশে ফেরা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
তাতে তিনি লিখেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম।
আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপসহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন।
তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/