শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে সাংবাদিক ওয়াহেদ ফকিরের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
০৬ মে (মঙ্গলবার) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার শহীদ মুগ্ধ স্কয়ার চত্বরে শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রবির সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক পবন কুমার রায়, সাংবাদিক নুরুল আমিন তালুকদার, বজলুর রহমান, সাজু মিয়া, মোহাম্মদ আলী, কামরুল হাসান, সোহাগ আহম্মেদ, শাহজাহান আলী, জিএম মিজান, মিজানুর রহমান, ফারুক আহম্মেদ, আব্দুর রহমান, গোলজার রহমান, বাকি বিল্লাহ, কনক দেব, মিনহাজ উদ্দিন, শেখর চন্দ্র, গোলাম রব্বানী শিপন, আনিছার রহমান দুলাল, ময়নুল ইসলাম, ওয়াদুদ হোসেন, জহুরুল ইসলাম সৈকত, রাব্বী হাসান সুমন, মাহমুদুল হাসান তৌহিদ, রাইসুল ইসলাম রনি,জাহিদুল ইসলাম, ফজলুল হক জুয়েল, নূর আলম, উৎপল কুমার, সোহেল রানা, আব্দুর রহিম, নাহিদ ইসলাম, শফিউল আলম ডিউ।
উক্ত কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে বক্তারা আভিযোগ করেন যে,বাউল পালা গানের কলি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় কুচক্রি মহলের প্ররোচনায় সাংবাদিক ওয়াহেদ ফকিরকে গ্রেফতার করে।
সাংবাদিক ওয়াহের ফকিরের মিথ্যা মামলা দিয়ে ফারানো হয়েছে। প্রতিবাদ সমাবেশে উক্ত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
মিথ্যা মামলা প্রত্যাহার ও সদর থানার ওসিকে প্রত্যাহার করা না হলে পরবর্তীতে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরো বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/