ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর, গালিগালাজ, ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। শুধু তাই নয়, শুটিং সেটে মাদক সেবন করে তার সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগও করেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (৬ মে) বিকেলে এক টিভি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, “শুটিংয়ের সময় শামীম হাসান সরকার আমার গায়ে হাত তুলেছেন। প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন। একটানা গাঁজা খেয়ে ফিরে এসে সিন করতেন। একজন অভিনেত্রীর জন্য এর চেয়ে অপমানজনক আর কী হতে পারে?”
রাত পোহানোর আগেই পাল্টা জবাব দেন শামীম হাসান সরকার। সংবাদ সম্মেলনে এই অভিযোগগুলোকে ‘মিথ্যা, মনগড়া ও সম্মানহানিকর’ বলে মন্তব্য করেন। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শামীম হাসান সরকার বলেন, “মাদক সেবনের অভিযোগ খুব গুরুতর। শুটিং হাউজের সর্বত্র সিসিটিভি ক্যামেরা আছে। কেউ প্রমাণ দিতে পারলে আমি মিডিয়া ছেড়ে দেব। আজ পর্যন্ত কোনো মানুষের গায়ে হাত তুলি নাই।”
প্রিয়াঙ্কার সঙ্গে ঘটা ঘটনার বর্ণনা দিয়ে শামীম হাসান সরকার বলেন, “প্রিয়াঙ্কার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আগেও কাজ করেছি। কিন্তু এবার শুটিং সেটে এসে রিলস আর টিকটক বানাতে ব্যস্ত ছিলেন। আমি শুধু রাগ করে বলেছিলাম— বাইরে গিয়ে করেন, শুটিং সেটে না। এটাকে এখন জঘন্যভাবে বড় করে মিথ্যা অভিযোগ বানানো হয়েছে।”
প্রিয়াঙ্কার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে শামীম হাসান সরকার বলেন, “একটা মিথ্যা অভিযোগ আমাকে বসে দেখতে হবে? আমার পরিবার ও শিল্পী সংগঠনের সঙ্গে কথা বলে এই অপবাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। আমি মিথ্যার কাছে হার মানব না।”
এই ঘটনা নিয়ে শোবিজ অঙ্গনে তীব্র আলোচনা চলছে। কে সত্য, কে মিথ্যা— তা প্রমাণ করবে সময়। তবে অভিযোগের ধরন এবং পাল্টা চ্যালেঞ্জ দুটিই এই বিতর্ককে আরো জটিল করে তুলেছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/