শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর মাছের খাদ্যেবোঝাই চুরি হওয়ার ঘটনায় আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বর্তমানে এঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
০৬ মে (বুধবার) ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বগুড়া থানাধীন ফুলবাড়ি মধ্যপাড়া হতে মোঃ বেলাল হোসেনকে গ্রেফতার করা হয়।
সে জানায় এই ঘটনার সঙ্গে রফিকুল ইসলাম রায়হান জড়িত আছে।বর্তমানে তারা সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অবস্থান করিতেছে।
আসামী বেলাল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দী গ্রামের মোঃ নুরুল ইসলামের ভাড়া দোকান হতে ১৫৪ বস্তা কোয়ালিটি ফিড উদ্ধার করে এবং নুরুল ইসলাম ও মোঃ মোমিনকে গ্রেফতার করা হয়।
এর আগে গত শনিবার দিবাগত রাতে শেরপুর ও নওগাঁ জেলার বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত ফারুক হোসেন (৪৫) মোঃ হাসেম আলী ওরফে বাবু(৪৪) এবং আবু বক্কর ছিদ্দিক(৪২) নামের তিন জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য : মামলার বাদি সাদেকুল ইসলাম সাদেক ও আসামী হাশেম আলী যৌথভাবে ঢাকা মেট্রো-ট-১৬-৬২২৬ নম্বরের একটি ট্রাক কিনেছেন।
হাশেম ট্রাকটির চালক এবংআবু বক্কর ছিদ্দিক হেলপার হিসাবে দায়িত্ব পালন করতেন গত ২৯ এপ্রিল সকালে নন্দীগ্রাম হতে ১৩ লক্ষ টাকার মাছের খাদ্য বোঝাই করে শেরপুরে রওনা দেয়।
ট্রাকটি শেরপুর পৌঁছিলে দুপুরের দিকে মাছের খাদ্যবোঝাই ট্রাকটি চুরি হয়। বিভিন্ন প্রযুক্তির সহায়তায় ট্রাকটি উদ্ধারসহ প্রথমে তিন জনকে গ্রেফতার করা হয়।
আজ বুধবার ভোর রাতে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে এঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়।মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/