শফিক শাহিন, নিজস্ব প্রতিনিধি:খুলনা বিভাগের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহে ইসলামি চক্ষু হাসপাতাল দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে শুভ উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ৮ মে সকাল ১০ টায় ঝিনাইদহ আরাপপুর মোড়ে ইসলামি চক্ষু হাসপাতালের উদ্ধোধনের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করা হয়।
চোখের সমস্যা নিয়ে সমাজের অসংখ্য মানুষ ভুগছে তাদের হাতের নাগালে নেই উন্নত চিকিৎসার সেবা, আর তাই উন্নত চিকিৎসা সেবা নিশ্চয় করার লক্ষে ৮ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় ইসলামি চক্ষু হাসপাতালের শুভ উদ্ধোধন করেন ইসলামি চক্ষু হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সরোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন,অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু কাওছার,পরিচালক প্রশাসন মোঃ লুতফুল কবির রিপন,চীফ কনসালটেন্ট ডাঃ মোঃ নজরুল ইসলাম,চক্ষু বিশেষজ্ঞ এইচ এম ছাব্বির আহমদ,সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ আরাফাত হোসেন,ডাঃ শাহদাত হোসেন,মেডিকেল অফিসার
ডাঃ এহসানুল হাবিব,প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়েত আমীর অধ্যাপক আলী আজম,জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক আব্দুল মজিদ,সাজেদুল হক মিলন, মনোয়ার হোসেন, পিরোজপুর শাখা ম্যানেজমেন্ট কনসাল্ট্যান্ট মোঃ সাইফুল ইসলাম,ঝিনাইদহ শাখা ম্যানেজমেন্ট কনসালটেন্ট দিগন্ত কর্মকার,এম আকবর,স্বরুপকাঠি শাখা ম্যানেজমেন্ট কনসালটেন্ট মাহমুদ হোসেন রেজা,নড়াইল শাখা ম্যানেজমেন্ট কনসালটেন্ট ইকবাল হোসেন প্রমুখ।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ ইসলামি চক্ষু হাসপাতালে মাত্র ৮০ টাকা টিকিটের মাধ্যমে কম্পিউটার ও স্লিটল্যাম্পের মাধ্যমে পরীক্ষা করে চক্ষু ও মাথা ব্যাথার রোগীদের যাবতীয় সেবা প্রদান করা হয়।
কম খরজে ছানি,নেত্রনালি, ফ্যাকো সহ রেটিনা গ্লুকোমা অপারেশন করা হয়।
এ সময় পরিচালক মোঃ সরোয়ার হোসেন বলেন রোগীদের সেবা নিশ্চিত করতে আমাদের প্রতিষ্ঠান গুলো নিরবিচ্ছিন্ন সেবা দেয়ার লক্ষে নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/