আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজ (শুক্রবার) জুমার নামাজের পর বড় জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দুপুর ১২টার পর যমুনার সামনের এলাকা থেকে সরে গিয়ে বিক্ষোভকারীরা এখন প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে ফোয়ারার সামনে স্থাপিত মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন।
বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে একটি ট্রাকের ওপর মঞ্চ তৈরি করা হয়েছে। যমুনার পূর্ব পাশে অবস্থিত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেই এই মঞ্চ।
এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালমুখী রাস্তায় পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
গতকাল রাত থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে এনসিপি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/