শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বগুড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
০৯ মে (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহরের সাতমাথার শেরপুর রোড, নবাববাড়ী রোড়,স্টেশন রোড় অবরোধ করেন তারা।
বগুড়ার সাতমাথায় সড়ক অবরোধ থাকায় শহরের ভেতর যানজটের সৃষ্টি হয়।
রাত পৌনে ১০ টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং আটকা পড়া যানবাহন চলাচলের ব্যবস্হা করেন।
এর পরেও রাত সোয়া ১০টা পর্যন্ত বিক্ষোভ চলছিল।
বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে 'খুনি হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না', ফাঁস ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই',ওয়ান-টু-থ্রি-ফোর,আওয়ামী লীগ নো মোর' বলে স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলার আহবায়ক মাহমুদুল হাসান বলেন,আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি।
যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে,ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসাচি চলবে।আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হলে আমরা উত্তরবঙ্গ ব্লকেড করে দেবো।
বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার রহমান বলেন," আন্দোলনের ফলে শহরে যানজট দেখা দিয়েছিল।
সেনাবাহিনী এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে চলাচল স্বাভাবিক করে।বর্তমানে যানজট নেই।
এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ জুমার নামাজের পর ছাত্র- জনতা ডিসি বাংলায় ব্যানার টানিয়ে দুই পাশের সড়ক ব্লক করে বিক্ষোভ করেন।
তাদের বিক্ষোভ চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।এছাড় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র শিবির।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/