শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা জার্জিস আলম রতক (৫৪) কে দুটি নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৯ মে) সন্ধ্যায় বগুড়ার আদমদীঘির সাবেবপাড়া এলাকা থেকে জার্জিস আলম রতনকে গ্রেফতার করা হয়।
শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত জার্জিস আলম রতন সান্তাহার পৌর শহরের মালশন গ্রামের মতৃ- আলাউদ্দিন এর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়,গত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা হয় এবং ১৯ আগস্ট দিবাগত রাত সাড়ে ১০ টায় সান্তাহার পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় আর একটি মামলা দায়ের হয়।
এই দুইটি মামলায় জার্জিস আলম রতনকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত জার্জিস আলম রতনকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/