ডিআইইউ প্রতিবেদক: সন্তান যখন হাঁটতে শেখে, মা তখন নিজের হাঁটা ভুলে যান, সন্তানের পেছনে ছুটে চলেন নীরব ছায়ার মতো। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে, যিনি সবচেয়ে নির্ভরতার আশ্রয় , তিনিই মা।
মা দিবসে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মতামত দেন, সবাই কথায় ফুটে উঠে মাকে না বলার হাজারো কথা। আমাদের সাফল্যেই মায়ের অনন্ত আনন্দ মায়ের।
আসলে শব্দের পরিধি কখনোই এত বড় নয় যে, তাতে “মা” শব্দটার মানে পুরোটা ধরা যায়। মা এই একটি শব্দেই লুকিয়ে থাকে আমার অস্তিত্ব, আমার শুরুর গল্প, আমার প্রথম হাসি, প্রথম কান্না, প্রথম হাঁটা আর প্রথম স্বপ্ন দেখা।
আমার জীবনের প্রথম ধাপ, সেটি কোনো বইয়ের পাতায় লেখা হয়নি, হয়নি কোনো ছবির অ্যালবামে বাঁধাই। কিন্তু আমি জানি, সেই প্রথম ধাপ ছিল তোমার হাত ধরেই মা। হয়তো পা কাঁপছিল, ভয় পেয়েছিলাম পড়ে যাবো—কিন্তু তুমি তখন ছিলে পাশে।
তোমার চোখে ছিল সাহস, কণ্ঠে ছিল আশ্বাস "চলো, আমি আছি।" আর আমি হাঁটলাম, জীবনটাকে ছুঁতে শেখা শুরু করলাম।
তোমার কোলে মাথা রাখেই আমি বুঝেছি পৃথিবীর সবচেয়ে শান্ত আশ্রয় কোথায়। তুমি না থাকলে হয়তো আমি আজকের আমি হতেই পারতাম না। তুমি ভুলে গেছ নিজের ঘুম, নিজের স্বপ্ন—আমার একটা হাসির জন্য।
আমার সবকিছুতে তুমি ছিলে, আছো, থাকবে—এই বিশ্বাসটা নিয়েই তো বেঁচে আছি মা।
তোমার হাত ধরেই জীবনটা শুরু হয়েছিল। আজো চলছি, শুধু সেই হাতের স্মৃতি নিয়েই এবং তোমার ভালোবাসা নিয়ে মা।
মোঃ মেহেদী হাসান
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
আমি কখনো ধৈর্যশীল নারী দেখিনি আমি দেখিনি কোন লজ্জাশীল নারী তবে আমি আমার মাকে দেখেছি, ভালোবাসা মানে তোমরা কে কি বুঝ আমি জানি নাহ আমি ভালোবাসা মানে বুঝি শুধুই আমার মাকে।
তিনি হলো আমার প্রথম ভালোবাসা, আমার মা নন কোন উচ্চ ডিগ্রিধারী শিক্ষীত নারী, তিনি নিরক্ষর আমার বিষয়ে কোন কথা আসলে তিনি ভিশন বোকা, তিনিই আমার শিক্ষক এবং শিক্ষীকা আমার প্রিয় মা, এই পুরো পৃথিবী জুরে যদি নিঃস্বার্থ ভালোবাসা থেকে থাকে তাহলে সেটি আমার মা।
আমাকে এই পৃথিবীর আলো দেখাতে গিয়ে কতই না কস্ট হয়েছে আমার মায়ের ১০ মাস গর্ভেধারন করেছেন আমার মা, আজকে সকলের সাথে কত কথা বলি এই কথা বলাটাও শিখিয়েছেন আমার মা।
মাকে ছেরে অনেক টা দুরে থাকি ভিষণ মন খারাপ হয় ইচ্ছে হয় একবার যদি তোমার কোলে মাথা রেখে ঘুমাতে পারতাম তাহলে সব চিন্তার অবসান হয়ে যেত।
দুনিয়ার যেখানেই যাই না কেন মায়ের কোলের মতো সেই শান্তি আর কোথাও পাওয়া যায় না, মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমার সকল দুঃখ কষ্টগুলো জমা রাখি, ইচ্ছায় এবং অনিচ্ছায় অনেক কস্ট দিয়েছি আম্মা তোমাকে, কখনো বলা হয়ে উঠেনি আম্মা আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার এই পাগল ছেলেটা তোমাকে ভিষণ ভালোবাসে,
মাহান রব্বুল আলামীন তোমাকে হাজার বছর বাচিয়ে রাখুন আজকের এই মা দিবসে পৃথিবীর সকল মা দেরকে জানিই অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা পৃথিবীর সকল মায়েরা দীর্ঘজীবি হোক আল্লাহ সবসময় উনাদের সুস্থ রাখুন।
মোঃ ফাহিম মাহমুদ
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
আমার পথ চলা আমার মায়ের হাত ধরে।আমার জীবনের প্রথম শিক্ষক আমার মা।আজ যে এতো সুন্ধর করে কথা বলছি ,এই বুলিও পেয়েছি মা থেকে।মায়ের শেখানো পথে হেটে হেটে আমি এগিয়ে যাচ্ছি গন্তব্যে।
আমি অসুস্থ হলে সবার আগে যে জেনে যায় তিনি আমার মা।খাবার কম থাকলে যিনি না খেতেই তার পেট ভরে যায় তিনিই আমার মা।আমার জীবনের প্রথম শিক্ষক,আমি অসুস্থ হলে প্রথম চিকিতসক,সার্বক্ষনিক নার্স ,আমার চিন্তায় যার ঘুম আসে না,তাকে বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি মা।
সামস নূর তাওরাত
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
মায়েদের জীবন, যেন এক স্বপ্নের মতো সন্তানকে ঘিরে
অদ্ভুত সব ভালো লাগ ছোট ছোট মুহূর্তে জীবন ভরিয়ে দেওয়া আনন্দে।
মায়েরা সবসময় সন্তানের জন্য সেরাটাই চায়। মা দিবসে পৃথিবীর সব মায়েদের প্রতি রইল আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/