জয়পুরহাট প্রতিনিধিঃ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায়, জেলা ক্রীড়া অফিস জয়পুরহাট এর তত্ত্বাবধায়নে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ আওতায় মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন এবং ফুটবল প্রশিক্ষণ এর সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে জয়পুরহাট শহরের শহীদ জিয়া কলেজ মাঠে এ প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়।
মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ এর উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাঃ সবুর আলী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মিজানুর রহমান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ সওদাগর সালাউদ্দিন হিরো, কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসিবুল হক সানজিদ প্রমুখ।
প্রশিক্ষণে ৭০ জন খেলোয়াড় এর মধ্য ৪০ জন বাছাই পূর্বক চূড়ান্ত প্রশিক্ষণ এর জন্য মনোনীত হবে। ৪০ জনকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। এবং মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও ৪০ জনকে সনদপত্র প্রদান করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/