শাহজাহান,আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫১৪ বোতল অবৈধ মাদকদ্রব্য দেশীয় মদ,পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজিসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
১৭ মে (শনিবার) রাতে বগুড়া থানার পৌরসভার ৫নং ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামস্হ ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পার্শ্বে সিটি ব্যাংকের সামনে চেকপোস্ট বসিয়ে বগুড়া থেকে সিএনজিতে করে ৫১৪ বোতল দেশীয় মদ নিয়ে যাওয়ার সময় সিএনজি চালকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সেলিম মৃধা বগুড়া সদর থানার চারমাথা এলাকার শৈল্যালপাড়ার আব্দুল জলিল মৃধার ছেলে। তিনি পেশায় সিএনজি চালক।
প্রাথমিক তদন্ত অবৈধ মাদকদ্রব্য পরিবহন কাজে জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। তবে ড্রাইভারের দুই পার্শ্বে ও পেছনে বসা থাকা তিকজন পালিয়ে যায়।
ঘটনার সঙ্গে জড়িত অপর তিনজন আসামী হলেন-বগুড় সদর থানার চকসূত্রাপুরর (হরিজন কলোনি) এলাকার শ্রী শংকর বাঁশফোড় এর ছেলে শ্রী রাজিব চন্দ্র বাঁশফোড় (৩২), শেরপুর উপজেলার রামচন্দ্রপুরপাড়া (সুইপার কলোনি) এলাকার মৃত-লালজী বাঁশফোড় এর ছেলে শ্রী হৃদয় বাঁশফোড় (৩০) এবং সদর থানার একসূত্রাপুর (হরিজন কলোনি) এলাকার শ্রী সজন (৩৫)।তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে মাধ্যমে জেলা হজতে প্রেরণ করা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/