শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ মে) দিবাগত রাতে আন্দিকুমড়া গ্রামে থেকে মোঃ রফিকুল ইসলাম ও বিকেলে নালুয়া মাদ্রাসা এলালা থেকে আজহার আলী সেখকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক।
ওসি শফিকুল ইসলাম শফিক জানান,গ্রেফতার হওয়া রফিকুল ইসলাম ১০ নং শাহবন্দেগী ইউনিয়নের ইউপি সদস্য এবং স্হানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি।
অপরদিকে, আজহার আলী সেখ সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য।
তাদের বিরুদ্ধে শেরপুর থানায় ২০২৪ সালের ২ নভেম্বর দায়ের হওয়া ( নভেম্বর-০২, জিআর ৩০৮/২০২৪ রয়েছে।
মামলায় দন্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৫০৬,১১৪,৩৪ ধারা ও বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারা উল্লেখ রয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/