মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: বৃষ্টির দিনে আমরা যখন জানালার পাশে দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করি, তখনই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর প্রশাসনিক ভবনের পাশের খালি জায়গায় কিছু নারী মাটিতে ঝুঁকে কাজ করছেন। চারদিকে কাদা, বৃষ্টি আর স্যাঁতসেঁতে বাতাস—তবুও থেমে নেই তাঁদের কর্ম।
কেউ ঘাস তুলছেন, কেউ বস্তায় ভরছেন, কেউ আবার নিচু হয়ে পরিশ্রম করছেন যেন পরিবারের জন্য জীবনের লড়াইটা জিততেই হবে। এটি কোনো খেলার মাঠ নয়, বরং অবহেলিত এক ফাঁকা জায়গা, যা এখন পরিচ্ছন্ন করার কাজ চলছে। এই নারী শ্রমিকরাই সেই কাজের নীরব যোদ্ধা।
এত বৃষ্টিতেও তাঁরা কেউ কাজ থামাননি। হয়তো সন্তানদের মুখে খাবার তুলে দিতে হবে, অথবা দিনশেষে সামান্য মজুরি নিয়ে ফিরতে হবে ঘরে—সেই দায়বদ্ধতা থেকেই এই সংগ্রাম।
আমরা যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গবেষক কিংবা সাধারণ মানুষ—এই দৃশ্য যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাস্তব জীবনের পরিশ্রমের রূপ।
আমরা উন্নয়ন নিয়ে আলোচনা করি, কিন্তু এমন পরিশ্রমী মানুষদের বাস্তবতা কি আমাদের আলোচনার মধ্যে পড়ে?
এইসব নারী শ্রমিকের জন্য চাই সম্মান, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য পারিশ্রমিক। তাদের পরিশ্রম শুধু চোখে দেখা নয়, হৃদয়ে ধারণ করার মতো বিষয়।
এ যেন এক নীরব শিক্ষা—কাজই জীবনের গতি, আর সংগ্রামই মানুষের শক্তি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/