শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় অসুস্থ ভুবন চিল উদ্ধার করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন "টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)"।
২১ মে (বুধবার)সকালে বগুড়া শহরের রহমান নগর এলাকা থেকে এ চিলটি উদ্ধার করা হয়।
পরে ভুবন চিলটি সামাজিক বন বিভাগ, বগুড়া শাখার কাছে হস্তান্তর করে পরিশবাদী সংগঠন তীরের সদস্যরা।
অসুস্থ ভুবন চিলটি উদ্ধারের সময় উপস্থিত ছিলেন তীরের সভাপতি আশা মনি,সাবেক সভাপতি হোসেন রহমান, সাধারণ সম্পাদক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক সুজন মিয়া ও প্রচার সম্পাদক জাকারিয়া।
তীরের সভাপতি আশ মনি বলেন,উদ্ধারের সময় দেখা যায় ভুবনচিলটি অসুস্থ। বন বিভাগের পরামর্শ অনুযায়ী পাখীটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ভুবনচিল আমাদের দেশীয় শিকারী পাখি।আবাস ও খাদ্য সংকটে এরা বিপন্ন হয়ে পড়েছে। এদের সংরক্ষণে আমাদের সক্রিয় হওয়া জরুরি।
উল্লেখ্য,২০১১ সাল থেকে " তীর" জীববৈচিত্র্য, পরিবেশ ও বন্য প্রাণী,সংরক্ষণে কাজ করে আসছে। সংগঠনটি দেশের সর্বোচ্চ জাতীয় বন্য প্রাণী সংরক্ষণ পদক পেয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/