আমিনা হোসাইন বুশরা,জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন কলাভবনের রুম বণ্টনে ইংরেজি বিভাগের প্রতি বৈষম্য নিরসনসহ চার দফা দাবিয়ে স্মারকলিপি প্রদান করে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (২১ মে) উপাচার্যের কনফারেন্স কক্ষে দীর্ঘ আলোচনার পর এ স্মারকলিপি জমা দেয় তারা।
স্মারকলিপিতে বলা হয়েছে,বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হলে বিভাগীয় সংকটসমূহ নিরসন করা জরুরি।
অবকাঠামোগত সমস্যার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং তারা পিছিয়ে পড়ছে বলে উল্লেখ করা হয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
১. আগামী ১৫ কর্মদিবসের মধ্যে নতুন কলাভবনের নিচতলায় অবস্থিত ইংরেজি ও দর্শন বিভাগের মধ্যে রুম সমবণ্টন করে ইংরেজি বিভাগের রুম সংকট দূর করতে হবে।
২. একটি আলাদা রুম বরাদ্দ দিয়ে বিভাগের জন্য একটি আধুনিক ল্যাঙ্গুয়েজ ল্যাব গঠন করতে হবে।
৩. মান উন্নয়নমূলক পরীক্ষা পদ্ধতি চালু করতে হবে।
৪. ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশের পরে খাতা পুনর্মূল্যায়নের আবেদন করার সুযোগ প্রদান করতে হবে।
স্মারকলিপিতে আরও বলা হয়েছে, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার মুখে পড়বে।
শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যৌক্তিক দাবিগুলোর যথাযথ গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/