শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষ্য বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে র্যালি,আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
২২মে (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন "টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ(তীর)" এ আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ ওয়াহেদ সরকার, পরিবেশবাদী সংগঠন (তীর) এর সভাপতি আশা মনি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।
আলোচনা সভা শেষে কজেল চত্বরে বৃক্ষরোপণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন,জীববৈচিত্র্য টিক আছে বলেই পৃথিবীতে শক্তি প্রবাহ, খাদ্য খাদক সম্পর্ক ও পরিবেশগত ভারসাম্য বজায় রয়েছে।
অথচ মানুষরই নানা কর্মকান্ডে এই জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
বগুড়া তীরপের সভাপতি আশা মনি বলেন,অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার,পাহাড় কাটা,বন উজার, পরিবেশ বিনাশী শিল্পায়ন এসবের কারনে জলবায়ু পরিবর্তনসহ নানা প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে।এর ফলে বহু বন্যপ্রাণী বিলুপ্ত হচ্ছে।
তীরের উপদেষ্টা বন্যপ্রাণী ও পাখি বিশেষজ্ঞ অধ্যাপক এমএস ইকবাল বলেন,বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্য অপরিহার্য।
দুষণ,জনসংখ্যা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের চাপে বহু প্রজাতি হারিয়ে যাচ্ছে। এগুলি সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ জরুরি।
উল্লেখ্য,২০১১ সাল থেকে পরিবেশবাদ সংগঠন "তীর" পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে আসছে।সংগঠনটি ২০১১ সালে বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পায়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/