জয়পুরহাট প্রতিনিধিঃ ''কৃষি উন্নয়ন'' পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং
২৪ মে 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ' সফল করার লক্ষ্যে জয়পুরহাটে জেলা ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা ছাত্রদলের আয়োজনে শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান এর সভাপতিত্বে বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোঃ ইয়াহিয়া।
জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল মোরসালিন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নয়ন, বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি সন্ধান সরকার।
এসময় উপস্থিত ছিলেন শহর ছাত্র দলের আহবায়ক গোলাম মাহফুজ শুভ, সদস্য সচিব হাসানুল বান্না, কলেজ শাখা ছাত্র দলের আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী প্রমুখ।
ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি বলেন, কোন একটি গোষ্ঠী ২৪ এর আন্দোলনকে কেন্দ্র করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। এই আন্দোলনে কোন মাস্টার মাইন্ড নেই। দেশের সকল শ্রেণির মানুষ এই আন্দোলনে অংশ গ্রহণ করেছে।
কোন গোষ্ঠীকে এই আন্দোলনের ক্রেডিট দেওয়া যাবে না। ছাত্র দলের অনেক নেতাকর্মী এই আন্দোলনে নিহত হয়েছে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং তারুণ্য সমাবেশ সফল করার আহবান জানান তিনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/