শাহাজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী এবং সিআর মামলার একজনসহ মোট ৩জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, বুধবার (২১মে) রাতে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের পোতা-কদৃকিড়ি আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে ভাটগ্রাম ইউনিয়নের কাথম পূর্বপাড়ার তোতা মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আবু জাফর (১৯) নামের একজনকে ১৫পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে বুড়ইল ইউনিয়নের রুপিহার-সিংজানী আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে সিংজানী গ্রামের কাতেব আলীর ছেলে মোঃ জুয়েল হোসেন (২৫) নামে এক জনকে ১৫০ গ্রাম গাজাঁসহ গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
একই রাতে ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামে অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ কাওসার আহম্মেদ (২৬),নামের আর এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজারুল ইসলামের নিকট বিষয়টি জানতে চাইতে তিনি জানান, গ্রেফতারকৃত আবু জাফর,জুয়েল ও কাওসারকে আজ বৃহস্পতিবার (২২মে) দুপুরে বগুড়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, থানা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/