আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা বাজারে স্বর্ণের দোকানে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে ।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে খোকসা বাজারে খোকসা যুবসংঘ ক্লাবের সামনে স্বনামধন্য গহনার দোকান ‘বাংলাদেশ জুয়েলার্সের সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে সিন্দুকসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
জুয়েলার্সের মালিক মাসুম বিল্লাহ জানান, সিন্দুকের মধ্যে ৪৫ ভরি স্বর্ণ, ২ কেজি ৫০০ গ্রাম রুপা এবং নগদ ৪০ হাজার টাকা ছিল ।
শুক্রবার সারাদিন দোকান বন্ধ থাকায় জুমার নামাজ শেষে দোকানে এসে দেখতে পান সাটারের তালা কাটা এবং ভেতরের সিন্দুক উধাও ।
নিয়মিত বাজার পাহারা থাকা সত্ত্বেও ঈদের আগে এরকম দুর্ধর্ষ চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্যোগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে । খোকসা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
এ ব্যাপারে খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, বিষয়টি আমি শুনেছি । তদন্তে পুলিশ পাঠিয়েছি । লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/