ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ২১ জনকে বাংলাদেশে পুশইন করেছে।
শনিবার (২৪ মে) সকালে সনাতন পুঞ্জি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি ১৯ ব্যাটালিয়নের টহল দল।
আটককৃতদের মধ্যে রয়েছেন ১২ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু।
বিজিবি সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়।
পরে সকাল বেলা ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় তাদের আটক করা হয়। বর্তমানে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবির আওতাধীন এলাকাগুলোতে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তারই অংশ হিসেবে আজ সনাতন পুঞ্জি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ২১ জনকে আটক করা হয়। তারা পুশইনকৃত কি না, তা যাচাই করা হচ্ছে।
পরিচয় নিশ্চিত হওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে চলতি মাসের ১৪ মে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে আরও ১৬ জনকে পুশইন করেছিল বিএসএফ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/