শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
২৫মে (রোববার) দিবাগত পৌন একটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার কোটাপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ৫কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার দক্ষিণ বাঁশজানী গ্রামের মৃত- আব্দুস সামাদের ছেলে মোঃ শাহ আলী(৪৪) ও একই এলাকার ছবুর উদ্দিনের ছেলে মোঃ হাসানুর রহমান শান্ত (২১)।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক( নিঃ) মোঃ আজিজুল ইসলাম জানান,জিডি নং- ৭২২ ও এনপিসিসি নং ২২৭/২০২৫ এর ভিত্তিতে তারা মাদকবিরোধী অভিযানে বের হন।
অভিযানে শিক্ষানবিশ সার্জন্ট মোকলেছুর রহমান, কনস্টেবল মনির হোসেন ইউনুস ও ড্রাইভার কনস্টেবল হাবিবুর রহমান অংশ নেন।
অভিযান চলাকাকে "ফাইভ স্টার পরিবহন" এর একটি যাত্রীবসহী বাস যাহার (রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৩-১৫৭৮) থামিয়ে তল্লাশি চালানো হয়।
বাসের পেছনের সিটে থাকা দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
একপর্যায়ে মোঃ শাহ আলীর কাছ থাকা নেভি ব্লু রঙের স্কুল ব্যাগ থেকে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় অপর আসামী হাসানুর রহমান শান্ত স্বীকার করেন, তারা গাঁজা বিক্রির জন্য গাজিপুরের উদ্দেশ্যে বহন করছিলিন।
ঘটনাস্থলে উপস্থিত তিনজন স্বাক্ষীর সামনে টর্চলাইটের আলোতে ব্যাগ খুলে মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে সরকারি ডিজিটাল ওজন মেশিনে ওজন করে তা নিশ্চিত হওয়া যায়।
জব্দকৃত গাঁজার মধ্য থেকে ২০০ গ্রাম নমুনা হিসাবে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।
তিনি আরও জানান, আসামীদের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ সোমবার দুপুরের পর তাদেরকে কোর্ট প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/