রাজধানীর চাঁদনি চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় হত্যাচেষ্টা ও অন্যান্য অভিযোগে নিউ মার্কেট থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
মামলায় মার্কেটের পাঁচজন ব্যবসায়ীসহ অজ্ঞাতপরিচয় আরও ৫০ জনকে আসামি করা হয়েছে।
নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
ঘটনাটি ঘটে সোমবার রাত ১০টার দিকে, যখন দরদাম নিয়ে কথা কাটাকাটির জেরে দোকানির সঙ্গে শিক্ষার্থীর বাগবিতণ্ডা হয়। অভিযোগ ওঠে, ওই সময় শিক্ষার্থীকে হেনস্তা করা হয়।
খবর পেয়ে ভুক্তভোগীর সহপাঠীরা ঘটনাস্থলে গেলে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আহত হয়েছেন আরও ১০-১২ জন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/