ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ গ্রহণ আপাতত স্থগিত রয়েছে। স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, বিষয়টি বর্তমানে দেশের সর্বোচ্চ আদালতের বিচারাধীন, তাই তারা আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ মে হাই কোর্টে দায়ের করা রিট খারিজ হওয়ার পর শপথের প্রস্তুতি নিয়েছিল স্থানীয় সরকার বিভাগ।
তবে ২৫ মে ইশরাক হোসেন নিজেই হাই কোর্টে আরেকটি রিট করেন এবং ২৬ মে একজন নাগরিক লিভ টু আপিল করেন আগের রিট খারিজের বিরুদ্ধে। এর ফলে বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন হয়ে পড়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরিস্থিতিতে সরকার আদালতের নির্দেশনা ছাড়া কোনো সিদ্ধান্ত নিচ্ছে না।
এর আগে সোমবার স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, “বিষয়টি কোর্টে বিচারাধীন। কোর্ট যেটা বলবে, আমরা সেটাই করব।”
তবে একইদিন, রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মূসা চেম্বার আদালতে রিভিউ আবেদন করেন। অপরদিকে, ইশরাক হোসেনের আইনজীবী মাহাবুব উদ্দিন খোকন স্থানীয় সরকার মন্ত্রণালয়কে শপথ গ্রহণের বিষয়ে ‘তাগিদ নোটিশ’ পাঠিয়েছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন হয়।
তাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস।
তবে নির্বাচনি ট্রাইব্যুনাল গত ২৭ মার্চ নির্বাচন বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে মেয়র হিসেবে ঘোষণা দেয়।
তবে ১৪ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ এ গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন। এর পর থেকে শপথ গ্রহণ নিয়ে আইনি জটিলতা তৈরি হয়।
শপথ না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ইশরাক হোসেন। এক ফেইসবুক পোস্টে তিনি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেন, যা তার সমর্থকরাও সমর্থন করেন।
অপরদিকে নতুন রাজনৈতিক দল এনসিপি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে এবং কমিশন পুনর্গঠনের দাবিতে আন্দোলনে নামে।
বর্তমানে আদালতের নির্দেশনার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/