শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের নাম পরিবর্তন করেছ সরকার।
২৮মে (বুধবার) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে কলেজের নাম পরিবর্তন কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের নতুন নাম দেওয়া হয়েছে "সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ",বগুড়া।
প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রীপরিষদ বিভাগের মন্ত্রীসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার পত্রের নির্দেশনার আলোকে এই নামগুলো পরিবর্তন করা হয়েছে।
জানা গেছে, ১৯৬৩ সালের ৩১ জুলাই সুবিল খালের পাড়ে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়।প্রায় ১৫ বছর বেসরকারি অবস্থায় থাকার পর ১লা ফেব্রুয়ারি ১৯৭৮-এ প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়।
বগুড়ার তৎকালীন খ্যাতনামা শিল্পপতি ও শিক্ষা অনুরাগী মরহুম মজিবর রহমান ভান্ডারী ছিলেন এই কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি।তার নাম অনুসারেই এই কলেজটির নামকরণ হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/