শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা শহরের চকসূত্রাপুর হরিজন কলোনি এলাকায় শতাধিক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ নগদ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী।
সেই সাথে অভিযানকালে এক নাীরসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়।
২৯ মে (বৃহস্পতিবার) ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টন জানে আলম সাদিক ও লেফটেন্যান্ট আল ফাহাদ সানির তত্ত্বাবধানে প্রায় অর্ধশতাধিক সেনাসদস্য কয়েকধাপে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে সেনাবাহিনীর উপস্থিতির টের পেয়ে বেশ কিছু মাদক বসবসায়ীরা তসদের বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেলেও সেনাসদস্যরা,তালা ভেঙ্গে ওইসব ঘর থেকে মাদক উদ্ধার করে।
জানা যায়, বুধবার (২৮ মে) দিবাগত রাত ২টা থেকে বৃহস্পতিবার সকাল ৭ টা পর্যন্ত এই অভিযান চলে।
এতে প্রায় ২ কিলোমিটার এলাকা ঘেরাও করে সেনাবাহিনীরা। পরে শতাধিক বাড়ি থেকে প্রাথমিক গণনা অনুযায়ী ৩ হাজার বোতল বাংলা চোলাই মদ, ১৫০ গ্রাম হেরোইন, ১৫ কেজি গাঁজা,চাপাতি, চাকু, কুড়াল, ধারালো দা, ৩০টি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতাকৃতদেরকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/