জয়পুরহাট প্রতিনিধিঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর হাতে জয়পুরহাট মহকুমা সদর দপ্তর এর উদ্বোধনী নামফলক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে অবস্থিত নাম ফলক সংস্কার কাজের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আল মামুন হক, জয়পুরহাট জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব,
জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মতিউর রহমান, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, শহর ছাত্রদলের আহবায়ক মাহফুজ শুভ, জেলা যুবদলের সাবেক সদস্য সাহাদুর রহমান সাগর প্রমুখ।
পরে শহীদ জিয়াউর রহমানের মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন জয়পুরহাট জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোহাম্মদ লোকমান হোসেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/