জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: গণপিটুনি খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আন্ত জেলা মোটরসাইকেল চোরচক্রের প্রধান হোতা আব্দুর রাজ্জাকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তিনি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার বহিষ্কৃত সাবেক কাউন্সিলর ও আন্ত জেলা মোটরসাইকেল চোরচক্রের প্রধান হোতা ছিলেন।
শুক্রবার (৩০ মে) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার (ওসি) তাজুল ইসলাম জানান, গত মঙ্গলবার (২৭ মে) দুপুরে পীরগঞ্জ পৌর শহরের মাস্টার মোড় এলাকায় একটি মসজিদ থেকে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে জনতার গণপিটুনিতে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
তিনি আরো জানান, চিকিৎসক রাজ্জাককে প্রথমে ঠাকুরগাঁও এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে অর্ধশতাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/