জাপানের নিক্কেই ফোরামে ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক এক অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সব রাজনৈতিক দল নয়, শুধু একটি নির্দিষ্ট দলই ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায়।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তিনটি প্রধান লক্ষ্যে কাজ করছে—সংস্কার, বিচার ও নির্বাচন।
প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে অথবা সর্বোচ্চ ২০২৬ সালের জুনের মধ্যে। তবে তিনি স্পষ্ট করে দেন, নির্বাচন আয়োজন অনেকটাই নির্ভর করছে প্রয়োজনীয় সংস্কারের অগ্রগতির ওপর।
“আমরা যদি সব সংস্কার এখনই না করি এবং কিছু সংস্কার পরেও করতে পারি, তাহলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব,” বলেন অধ্যাপক ইউনূস। “তবে যদি আমরা পূর্ণাঙ্গ সংস্কার চাই, তাহলে ছয় মাস সময় নিতে হবে।
তবে একটি রাজনৈতিক দল সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই নির্বাচন চায়।”
উল্লেখ্য, এই প্রশ্নোত্তর পর্বটি সম্প্রচার করেছে বিটিভিসহ দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/