শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে মোবাইল ফোনে কাজের কথা বলে ডেকে নিয়ে মোঃ জাকারিয়া (৩০) নামের এক রাজমিস্ত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে কয়েকজন যুবক। এ ঘটনার তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অপহৃত জাকারিয়া গাবতলী উপজেলার কর্ণিপাড়া গ্রামের বাসিন্দা।
৩০ মে (শুক্রবার) গভীর রাতে বগুড়ার শেরপুর উপজেলার টুনিপাড়া গ্রামে অভিয়ান চালিয়ে অপহৃত জাকারিয়াকে উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করে শেরপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৯ মে সকালে জাকারিয়াকে কাজের কথা বলে মোবাইল ফোনে ডেকে নেয় অপহরণকারীরা। পরে তাঁর স্ত্রী নিলুফার মোবাইলে ফোন করে ১০ (দশ) হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
তিনি সেই টাকা বিকাশে পাঠান। কিন্ত মুক্তিপণের টাকা পাঠানোর পরও জাকারিয়াকে ছাড়া হয়নি। বরং আরও এক লাখ টাকা দাবি করে।
এ ঘটনায় ভিকটিম জাকরিয়ার স্ত্রী নিলুফা গাবতলী মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামী করে অভিযোগ করেন।
অভিযোগের পেক্ষিতে গাবতলী থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩০ মে গভীর রাতে শেরপুর উপজেলার টুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে জাকারিয়াকে উদ্ধারসহ ওই তিন জনকে গ্রেফতার করা হয়।
গাবতলী মডেল থানায় অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,গ্রেফতারকৃত রকি, রাসেল ও রাজু অপহরণের কথা স্বীকার করেছেন।তসদেরকে সকাল ১১টায় আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/