জয়পুরহাট প্রতিনিধিঃ 'তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে
বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে একটি র্যালী ডিসি চত্বর এলাকা থেকে শুরু হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ, তানভিরুল আলম, মাহবুবুল হক, সিভিল সার্জন অফিসের শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা চৈতী রায়, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাশরেকুল আলম, এনজিও প্রতিনিধি সুজন কুমার মন্ডল প্রমুখ।
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের প্রায় ৫০ জন ছাত্রী অংশ গ্রহণ করে।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে পুরষ্কৃত করা হয়। ১ম স্থান অর্জন কারি ৫ হাজার,২য় স্থান ৪ হাজার এবং ৩য় স্থান ৩ হাজার টাকা পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
সকলে সচেতন হতে হবে। প্রকাশ্যে ধূমপান করা থেকে বিরত থাকতে হবে। সর্বোপরি তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলতে হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/