বাংলাদেশ: ১১০/১ (১১.১ ওভার)
তানজীদ-ইমনের ব্যাটে বাংলাদেশের দারুণ শুরু
আগের দুই ম্যাচে শুরু থেকেই ফিরে গিয়েছিলেন ইমন। তানজীদ দারুণ শুরু করলেও ইমনের আউটে জুটি লম্বা হতো না। এবার ব্যতিক্রম ঘটলো। তৃতীয় টি-টোয়েন্টিতে এসে দুজনের জুটি ফিফটি পার হয়। ৩৫ বলে জুটির ফিফটি হয়। আর পাওয়ার প্লেতে আসে ৫৩ রান।
ব্যাটিংয়ে বাংলাদেশ, খালেদের অভিষেক
তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। আগের দুই ম্যাচ হেরে সিরিজ আগেই খুইয়েছে। তৃতীয় ও শেষ ম্যাচ নিজেদের মান বাঁচানোর। টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। ইনজুরিতে থাকা শরিফুলে ইসলামের পরিবর্তে একাদশে খালেদ আহমেদ।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।
খালেদের অভিষেক
নাহিদ রানা দেশে ফিরে আসায় টি-টোয়েন্টি দলে ডাক পান খালেদ। এবার শরিফুল ইনজুরিতে পড়ায় একাদশে সুযোগ পান। বাংলাদেশের ৯২ তম ক্রিকেটার হিসেবে লাল সবুজের জার্সিতে টি-টোয়েন্টিতে নামবেন খালেদ। তাকে ক্যাপ পরিয়ে দেন ম্যানেজার নাফিস ইকবাল।
পাকিস্তান একাদশ
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আলি আঘা, হাসান নাওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আবরার আহমেদ, হাসান আলি, আব্বাস আফ্রিদি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/