শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন দেউলি ইউনিয়নের রহবল এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজা ও গাজাঁ পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এনামুল হকের স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
র্যাব-১২,বগুড়ার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গতকাল রোববার(০১,জুন) রাত ১০টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে বগুড়া শিবগঞ্জ উপজেলার ৯নং দেউলি ইউনিয়নের রহবল মৌজা এলাকা থেকে প্রাইভেট কার যোগে অজ্ঞাত নামা কিছু সংখ্যক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে প্রাইভেট কার যোগে বহন করে আসিতেছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া মাদক কারবারিদেরকে দ্রুত গ্রেফতার করের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
এর ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২ মহোদয়ের দিকনির্দেশনায় র্যাব-১২, সিপিএসসি, র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় রবিবার ২৩.২০ ঘটিকায় শিবগঞ্জ উপজেলার ৯নং দেউলি ইউনিয়নের রহবল মৌজাস্থ জনৈক মোঃ আশরাফ আলীর ইট ভাটার সামনে রংপুর- ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার পূর্ব পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত মোঃ মিলন বাবু (২৩), পিতা মোঃ সুলতান আলী, মোঃ সোহেল রানা (২৬), পিতা মোঃ মনছুর আলী, মোঃ সুজন বাদশা (২৪), পিতা-মোঃ সুরুজ আলী, সর্বসাং- ইটাপোতা,ইউপি-মোগলহাট, থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাটদেরকে ৬১ কেজি গাঁজা এবং ১টি নীল রং এর প্রাইভেট কার যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-খ-১৩-১১৬০ সহ গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এনামুল হক জানান,ধৃতআসামীগন দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের'কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় সোপার্দ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/