২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ৪২৩ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে—যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৮৪২ কোটি টাকা বেশি।
এ তথ্য তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, সোমবার (২ জুন) বাজেট বক্তৃতায়।
এই বাজেটের মধ্যে উন্নয়ন খাতে বরাদ্দ ধরা হয়েছে ১ হাজার ৪৪০ কোটি ৩৭ লাখ টাকা এবং পরিচালন ব্যয়ে ৯৮২ কোটি ৬৩ লাখ টাকা।
তুলনামূলকভাবে, ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে উন্নয়ন খাতের বরাদ্দ ছিল মাত্র ৬২৭ কোটি ৯৫ লাখ টাকা এবং পরিচালন খাতে ৯৫২ কোটি ৮৩ লাখ টাকা।
বড় প্রকল্প, বৃহৎ পরিকল্পনা
নতুন অর্থবছরে মন্ত্রণালয়ের আওতায় একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে:
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ (২য় পর্ব)
নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম ও টেবিল টেনিস ভবনের উন্নয়ন
ইনডোর ও ভলিবল স্টেডিয়াম নির্মাণ
বিকেএসপির প্রশিক্ষণ সুবিধা আধুনিকায়ন
যুব উন্নয়ন অধিদপ্তরের আইটি প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি (৬৪ জেলায়)
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে ৪৮ জেলায় কর্মসংস্থান
প্রযুক্তিনির্ভর ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস’ প্রকল্প
কক্সবাজারে নারী ও যুবকদের জন্য কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন প্রকল্প
নিট যুবদের জন্য ‘ইকোনোমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রিজিলিয়েন্স’ প্রকল্প
‘লাইফ স্কিলড এডুকেশন ইন ইয়ুথ ট্রেনিং সেন্টার’ প্রকল্প
বাজেটের মূল লক্ষ্য: দক্ষ যুব গঠন ও ক্রীড়া উন্নয়ন
এ বাজেটের মাধ্যমে সরকার যুবকদের আত্মকর্মসংস্থান, জাতীয় উন্নয়নে অংশগ্রহণ, ও দক্ষ মানবসম্পদ তৈরিতে জোর দিতে চায়।
পাশাপাশি, গ্রামীণ ক্রীড়া চর্চার পরিবেশ গড়ে তোলা, প্রতিভাবান ক্রীড়াবিদ অন্বেষণ ও গড়ে তোলা, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং আধুনিক ক্রীড়া অবকাঠামো নির্মাণকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এছাড়া, যুব সংগঠন ও ক্রীড়া সংস্থাগুলোকে অনুদান প্রদান, অস্বচ্ছল ক্রীড়াবিদদের জন্য কল্যাণ সহায়তা, ও জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদানের বিষয়গুলোও থাকছে বাজেট পরিকল্পনায়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/