আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ অনন্য নিদর্শন।
যা ৫৩৬ বছরের ঐতিহ্য ধারণ করে দাঁড়িয়ে আছে, কুসুম্বা মসজিদটি সুলতানি আমলের একটি পুরাকীর্তী।
১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজী বাংলার সেন বংশীয় রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় ইসলামের বিজয় কেতন উড়িয়েছিলেন।
তার বিজয়ের ফলে বাংলায় ইসলাম দ্রুত প্রসারিত হয়, আফগান শাসনামলে শুর বংশের শেষ শাষক গিয়াস উদ্দিন বাহাদুর শাহ্ র রাজত্বকালে সুলাইমান নামে এক মহৎ ব্যক্তির উদ্যোগে মসজিদটি নির্মিত হয়।
৯৬৬ হিজরীর ১৫৫৮ খ্রিস্টাব্দে নির্মিত হওয়া এই মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।
মসজিদটির সুলতানে আমলের ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় ১৯৭৮ সালের ২মে সর্বপ্রথম কুসুম্বা মসজিদের মেহরাবের ছবি সম্বলিত ৫ টাকার কারেন্সি নোট ইস্যু করা হয়।
পরবর্তীতে ২০১১ সালে ৫ টাকার নোটের পেছনের দিকে সম্পূর্ণ মসজিদের ছবি রেখে, ৯ আগস্ট তারিখে নোটটি পুনরায় ইস্যু করা হয়।
এবং বর্তমান সময় পর্যন্ত কুসুম্বা মসজিদের ছবি পাঁচ টাকার নোটে শোভা পাচ্ছে। কিন্তু বিগত ১জুন ২০২৫ বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স কর্তৃক ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি যার শিরোনাম বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের পাঁচশত, দুইশত, একশত, ও দশ টাকার মূল্যমান ব্যাংক নোট এবং পাঁচ ও দুই টাকা মূল্যমান কারেন্সি নোটের ডিজাইন উন্মুক্ত করে প্রকাশ করা হয়।
কিন্তু বিপত্তি ঘটে যে, ৫ টাকা মূল্যমান কারেন্সি নোটের ডিজাইন থেকে ঐতিহাসিক কুসুম্বা মসজিদের ছবি বাদ দেওয়া হয়েছে যা অত্র অঞ্চল তথা সমগ্র উত্তরবঙ্গের সর্বসাধারণের মাঝে খুবই উদ্বেগের সৃষ্টি করেছে এবং তাদের আবেগ ও অনুভূতিকে আহত করেছে, এরই ধারাবাহিকতায় নওগাঁর মান্দায় মসজিদ এর মুদ্রিত ছবি প্রত্যাহারের ষড়যন্ত্রের প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে মান্দা উপজেলার জনসাধারণ।
মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় মান্দা উপজেলার প্রান কেন্দ্র প্রসাদপুর বাজার গোল চত্বরে রাজনৈতিক,সামাজিক, ও জনসাধারণের উপস্থিতিতে প্রতিবাদ জানানো হয়, উক্ত সভায় বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেসুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু, সহ বিভিন্ন সামজিক সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্য শেষে তারা একটি বিক্ষোভ র্যালি নিয়ে মান্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন, এবং উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া তা গ্রহণ করে তাৎক্ষণিক জেলা প্রশাসক বরাবর ফরওয়ার্ড করেন।
এ বিষয়ে জানতে চাইলে শাহ আলম মিয়া বলেন, আমরা অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি টি পাঠাবো এবং তারা যেন এই বিষয়টি পুনর্বিবেচনা করে, ও সুবিবেচনা করে এবং প্রশাসনিক যে বিষয় রয়েছে তা করার জন্য অনুরোধ করবেন বলে জানান তিনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/