আওয়ামী লীগ গুম, খুন, টেন্ডারবাজি ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক নেতাকর্মীরা যদি আবারও সেই পথে হাঁটেন, তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না।
বুধবার (৪ জুন) ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে “দ্য হিরো’স অব ঝিনাইদহ” শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজকরা অনুষ্ঠানে ৭ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের শহিদ ও আহতদের স্মরণ করেন।
আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে অ্যাটর্নি জেনারেল বলেন, “২০০৮ সালের পর দলটি প্রায় ৭০০ মানুষকে গুম করেছে, সাড়ে চার হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছে এবং প্রায় ৬০ লাখ মানুষকে গায়েবি মামলায় ভুগিয়েছে। আজ তারা দেশ ছেড়ে পালাচ্ছে। তাদের পথ ছিল অন্ধকার ও অনিশ্চয়তার দিকে ধাবিত।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে কেউ গুম হয়নি, পুলিশ কোনো গায়েবি মামলা দেয়নি। তাই এই সরকারের প্রতি জনগণের আস্থা রাখা উচিত।”
জুলাই বিপ্লবের আদর্শকে বৈষম্যহীন সমাজ ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, “যারা এই বিপ্লবের সুফল ভোগ করছেন, তারা যেন সেই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করেন। রাজনৈতিক ও ছাত্র সংগঠনগুলোর মধ্যে যদি বিভক্তি, বিদ্বেষ ও অশ্রদ্ধা তৈরি হয়, তবে তা বিপ্লবের অর্জন নস্যাৎ করে দেবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ এবং সঞ্চালনা করেন ঝিনাইদহ শাখার সদস্য সচিব সাইদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি এইচএম মোমতাজুল করীম, জামায়াতের জেলা আমির, ঝিনাইদহ চেম্বার অব কমার্স সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন এবং সদর হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/