গোবিপ্রবি প্রতিনিধি: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন কুরবানির আয়োজন করতে যাচ্ছে।
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই কুরবানির আয়োজন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি গরু ও দুইটি ছাগল কুরবানির জন্য প্রস্তুত করা হইছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানা যায়,পড়াশোনা, প্রশাসনিক কাজকর্ম, নিরাপত্তা সহ বেশকিছু কারণে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদেরকে ক্যাম্পাসেই ঈদ উদযাপন করতে হয়।
প্রতি বছরের ন্যায় এবারও অনেকই অবস্থান করছেন ক্যাম্পাসে।সকলে যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। সেই লক্ষ্যেই ক্যাম্পাসে কুরবানির আয়োজন। কুরবানি করার জন্য একটি গরু ও দুইটি ছাগল ক্রয় করা হয়েছে।
আরও জানা যায়,বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত সকালের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে,ক্যাম্পাসে সকলের সাথেই ঈদ উদযাপন করবেন উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.হোসেন উদ্দিন শেখর।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/