শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন সানজিদা খাতুন(১৭) নামের এক কলেজছাত্রী।
সে শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের সাইদুল ইসলাম লিটন এর মেয়ে এবং শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
০৬ জুন (শুক্রবার) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া সংলগ্ন করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্হানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের পর সানজিদা তার ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করে ঘর থেকে বের হয়ে যান।
পরে সানজিদা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া করতেয়া নদীতে ঝাঁপ দেন।সঙ্গে সঙ্গে এলাকাবাসী নৌকা নিয়ে নদীতে তল্লাশি শুরু করেন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্হলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।তবে সন্ধ্যা পর্যন্ত তারা তল্লাশি চালিয়ে সানজিদার কোনো খোঁজ পায়নি।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান,সন্ধ্যার পর রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/