লন্ডনের উদ্দেশে আগামীকাল সোমবার (৯ জুন) ঢাকা ছাড়বেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১০ থেকে ১৩ জুন পর্যন্ত ৪ দিনের এই সরকারি সফরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ড. ইউনূসের প্রথম ইউরোপ সফর। সফরসূচি অনুযায়ী, ১১ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। পরদিন ১২ জুন সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সেখানেই ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।
তবে সফর নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাবেক কূটনীতিক রাশেদ চৌধুরী। তিনি বলেন, “নির্বাচিত সরকার না আসা পর্যন্ত যুক্তরাজ্য হয়তো এই সফরকে গুরুত্ব দেবে না। বর্তমান সরকারকে অনেকেই বিতর্কিত হিসেবে দেখছে। সংস্কারের প্রক্রিয়া দীর্ঘ করার বদলে যদি ইউনূস সাহেব দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হতেন, তাহলে আন্তর্জাতিক মহলেও তার গ্রহণযোগ্যতা বাড়তো।”
তিনি আরও বলেন, “যুক্তরাজ্য গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। তারা চায় বাংলাদেশেও একটি নির্বাচিত সরকার গঠিত হোক। একটি কার্যকর পার্লামেন্ট এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই টেকসই সমাধান সম্ভব।”
সফরের অংশ হিসেবে অধ্যাপক ইউনূস ১২ জুন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন, যা একটি গৌরবজনক অর্জন বলে মন্তব্য করেন রাশেদ চৌধুরী।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/