কোচ মিচেল প্রেবিয়ার্জের সঙ্গে বিবাদের জেরে জাতীয় দলের হয়ে খেলা বয়কট করেছেন বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লেভানদোস্কি। তার বক্তব্য হলো- প্রোবিয়ার্জ যতদিন কোচের পদে থাকবেন, তিনি ততদিন পোল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলবে না! তার এই ঘোষণায় শুরু হয়েছে তোলপাড়।
৩৬ বছর বয়সী লেভানদোস্কি পোল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১৫৮ ম্যাচে ৮৫টি গোল করেছেন। জাতীয় দল বয়কটের বিষয়ে সোশ্যাল মিডিয়া ‘এক্স’ -এ তিনি লিখেছেন, ‘পরিস্থিতি এবং কোচের ওপর আস্থা হারানোর বিষয়টি বিবেচনায় নিয়ে কোচ যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন আমি পোল্যান্ডের হয়ে খেলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।’
২০২৩ সাল থেকে পোল্যান্ডের কোচের দায়িত্ব পালন করে আসছেন প্রোবিয়ার্জ। তার অধীনে ২০২৪ ইউরো ফাইনালের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল পোল্যান্ড। সম্প্রতি তিনি লেভানদোস্কির জায়গায় পিওতর জেলনস্কিকে অধিনায়ক করায় সমস্যার সৃষ্টি হয়। লেভানদোস্কি অবশ্য ফেরার ইঙ্গিতও দিয়ে রেখেছেন, ‘আশা কারি বিশ্বের সেরা ফুটবল সমর্থকদের সামনে আবারও খেলতে পারব।’
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/