জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের কাদেনা মার্কিন বিমানঘাঁটির অস্ত্র সংরক্ষণ এলাকায় ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত চার জাপানি সেনা সদস্য আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে সোমবার (৯ জুন) দুপুরে। এপি ও স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানা যায়, বিস্ফোরণের সময় জাপানের সেল্ফ ডিফেন্স ফোর্স (এসডিএফ) সদস্যরা পুরনো মরিচা ধরা বোমা ও বিস্ফোরক সরঞ্জাম পুনঃনিরীক্ষণের কাজ করছিলেন। হঠাৎ করে একটি যন্ত্র বিস্ফোরিত হলে তারা আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
জাপানের প্রিফেকচারাল সরকার পরিচালিত স্থাপনায় এই বিস্ফোরণ ঘটে। এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, এ ঘটনায় কোনো মার্কিন সেনা জড়িত ছিল না। কাদেনা বিমানঘাঁটির গোলাবারুদ সংরক্ষণ এলাকার বাইরে অবস্থিত একটি জাপানি স্থাপনায় বিস্ফোরণটি ঘটে।
এসডিএফ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণে আহত সেনাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ওকিনাওয়া দ্বীপটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল। ১৯৪৫ সালের ওকিনাওয়া যুদ্ধে দ্বীপটির প্রায় এক-চতুর্থাংশ বেসামরিক লোক নিহত হন। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যকার চুক্তিতে সামরিক দখলদারিত্ব শেষ হয়, তবে মার্কিন সামরিক ঘাঁটি থেকে যায় দ্বীপটিতে।
উল্লেখ্য, গত বছর অক্টোবরে ওকিনাওয়া অঞ্চলের একটি বাণিজ্যিক বিমানবন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অবিস্ফোরিত মার্কিন বোমা বিস্ফোরিত হয়, যাতে ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/