বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ বর্তমানে একটি জটিল ও সংকটময় চৌরাস্তার মধ্যে রয়েছে, যেখানে প্রতিটি রাজনৈতিক শক্তির কাছে প্রয়োজন পরিপক্বতা, সংযম এবং অখণ্ডতা।
সোমবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে ফখরুল লেখেন, “সব দায়িত্বশীল রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে এখনই মিথ্যা প্রচার ও ধোঁকাবাজির চক্র বন্ধ করতে হবে।”
তিনি ছাত্রদলকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রতি ইঙ্গিত করে বলেন, “এটি শুধু অগ্রহণযোগ্য নয়, বরং আরও উদ্বেগজনক হলো, কীভাবে কিছু গণমাধ্যম তথ্য যাচাই না করেই অপপ্রচারে যুক্ত হয়েছে। এটি সাংবাদিকতা নয়, এটি বিভ্রান্তি ছড়ানো।”
বিএনপি মহাসচিব আরও লেখেন, “আমরা এমন এক পরিবর্তনশীল পর্যায়ে দাঁড়িয়ে, যেখানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের স্পষ্ট করে বলতে হবে—মিথ্যা ও প্রোপাগান্ডা রাজনীতির অংশ হতে পারে না এবং হওয়া উচিত নয়।”
তার মতে, দেশের ভবিষ্যৎ গঠনে “সত্য, জবাবদিহিতা এবং দায়িত্বশীল নেতৃত্বের জয়” নিশ্চিত করতে হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/