জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: "একের রক্ত অন্যের জীবন,রক্তই হোক আত্মার বাঁধন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন "বাঁধন" মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল (ঢাবি) ইউনিটের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) উপজেলার বাংলাগড় বাজারে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কর্মসূচিতে নারী পুরুষ মিলে প্রায় ২৫০ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেয়া হয়।
উপজেলার ৭ নং রাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরৎচন্দ্র রায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাঁধন,মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল (ঢাবি) ইউনিটের সভাপতি হাসিকুল ইসলাম বলেন, রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ ক্যাম্পেইন করছি।
এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে রক্ত দিয়ে থাকি।
ইউপি চেয়ারম্যান শরৎচন্দ্র রায় বলেন, বাঁধনের এ ধরনের মানবিক কাজকে আমরা সাধুবাদ জানাই। এমন মানবিক কাজে আমাদের সবার সহযোগিতা করা এবং এগিয়ে আসা উচিত।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/