ফাহিম আহমদ ,সিলেট জেলা প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র উৎমাছড়া থেকে পর্যটকদের বের করে দেওয়ার ঘটনার পর নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। পর্যটকদের বাধাদানকারী ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে উপজেলা প্রশাসনের বৈঠকের পর পাল্টে গেছে উৎমাছড়ার চিত্র।
এ অবস্থায় আজ বুধবার ও গতকাল মঙ্গলবার অনেক বেশি পর্যটকদের ভিড় দেখা গেছে পর্যটনকেন্দ্রটিকে। বাধা দেয়ার বিষয়টি আলোচনায় আসার পর অনেকে আবার আগ্রহ নিয়েও উৎমাছড়া ভ্রমণে গেছেন।
এদিকে, ভাইরাল হওয়া ভিডিওতে যারা আলেম-ওলামাদের এলাকা উল্লেখ করে ‘অশ্লীলতা, মাদকসেবন ও অনৈতিক কর্মকাণ্ড’ ঠেকাতে পর্যটকদের নিষেধ করছিলেন, প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তারা এখন বলছেন যে পর্যটক আগমনে কোন বাধা নেই।
এর আগে, গত রোববার বিকেলে উৎমাছড়া থেকে পর্যটকদের বের করে দেন স্থানীয় কওমী মাদরাসার শিক্ষক ও ছাত্ররা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ছড়িয়ে পড়লে মঙ্গলবারই উপজেলার ধর্মীয় সকল সংগঠনকে সাথে নিয়ে বৈঠক করে উপজেলা প্রশাসন।
পরে উৎমাছড়া পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে তিনি স্থানীয়দের সাথে কথা বলেন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার বলেন, ‘তারা নিজেরা বৈঠক করেই এই সিদ্ধান্ত নিয়ে পর্যটকদের বাধা দিয়েছিলেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যকেও পর্যন্ত কিছু জানানো হয়নি। তাই আমরাও কিছু জানতাম না। ভিডিও দেখার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।’
ইউএনও আরও বলেন, ‘এলাকাবাসী পর্যটনের বিকাশ চান। তবে যেহেতু এই এলাকা গেজেটভুক্ত পর্যটন কেন্দ্র নয়, তাই এখানে স্থায়ীভাবে টুরিস্ট পুলিশের কোনো অবস্থান নেই। আমরা বিজিবির সাথে কথা বলেছি, তারা সার্বিক নিরাপত্তার বিষয়ে এখন থেকে নজর রাখবেন। এছাড়াও আমরা পর্যটকদের জন্য একটি সতর্কতামূলক সাইনবোর্ড বসানোর উদ্যোগ নিয়েছি যাতে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।’
গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ধর্মীয় ব্যক্তি উৎমাছড়ায় বেড়াতে আসা পর্যটকদের বাধা দিচ্ছেন।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাদেরকে বলতে শোনা যায়, ‘এই এলাকার আলেম-ওলামা ও স্থানীয়রা সিদ্ধান্ত নিয়েছে উৎমাছড়াকে পর্যটন করা যাবে না।
তাই আপনারা যারা এখানে এসেছেন দয়া করে এখান থেকে চলে যান। আপনারা এখানে থেকে এখানের পরিবেশ নষ্ট করবেন না। আপনাদের মতো অনেকেই এখানে এসে মদ্যপান করে অশ্লীল কার্যকলাপ করে, যার ফলে আমাদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
এই এলাকার পরিবেশ ঠিক রাখার জন্য আমরা এখানে পর্যটকদের আসতে নিরুৎসাহিত করছি আজকের পর আপনারা এখানে আর কোনদিন আসবেন না।’
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/