লক্ষ্মীপুর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
বুধবার (১১ জুন) সকালে নুরনবী জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুম আমিন ভূঁইয়ার কাছে পদত্যাগ পত্র জমা দেন। এদিন বিকেল ৩ টার দিকে জেলা জামায়াতের নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহকে সেক্রেটারী মনোনীত করা হয়। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ বিষটি নিশ্চিত করেছেন।
এডভোকেট মুরাদ বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে নুরনবী সেক্রেটারী পদ থেকে পদত্যাগ করেছেন। পরে জেলা জামায়তের আমীর রুহুল আমীন ভূঁইয়া নতুন সেক্রেটারী হিসেবে এ আর হাফিজ উল্যাহকে মনোনীত করেন।
পদত্যাগের বিষয়টি ফারুক হোসাইন নুরনবীও গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। অন্য কোন কারণ জানাননি তিনি। তবে জামায়াত নেতা কাউছারের মৃত্যুর বিষয়টি নিয়ে নিজেদের মতবিরোধ নিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে গুঞ্জন রয়েছে।
উল্লেখ্য, নুরনবী জেলা জামায়াতের ৪ বছর সেক্রেটারী দায়িত্ব পালন করেছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/