প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচনের পর গঠিত নতুন সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ তার বা উপদেষ্টা পরিষদের নেই। তাদের একমাত্র দায়িত্ব হলো—শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের পথ সুগম করা।
বুধবার (১১ জুন) লন্ডনের চ্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। প্রশ্নোত্তর পর্বে ড. ইউনূস বলেন, “একেবারেই না। আমি বিশ্বাস করি, উপদেষ্টা পরিষদের কেউই নির্বাচনের পর কোনো রাজনৈতিক দায়িত্বে যেতে চান না।”
তিনি আরও বলেন, “আমরা চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মাধ্যমেই জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া সম্ভব হোক। সেটাই আমাদের প্রধান লক্ষ্য।”
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/