আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে সব রাজনৈতিক দলের সঙ্গে খোলামেলা আলোচনার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
শনিবার (১৪ জুন) রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে যে নির্বাচনী পরিকল্পনা হয়েছে, তা নিয়ে সবার সঙ্গে আলোচনা জরুরি।
সাইফুল হক বলেন, “সরকারের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য দ্রুত সংস্কার শুরু করতে হবে। জুলাইয়ের মধ্যেই ‘জুলাই সনদ’ প্রকাশ করে সরকারকে গণতন্ত্রের পথে অগ্রসর হতে হবে—এটাই জনগণের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, অভ্যুত্থান ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে পেশাদারিত্ব নিশ্চিত করাও সরকারের বড় চ্যালেঞ্জ।
নির্বাচন কমিশনকে শুধু তারিখ ঘোষণায় সীমাবদ্ধ না থেকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির তাগিদ দেন তিনি। বলেন, “সরকার নিরপেক্ষতা হারালে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে।”
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/