ভাইরাল হওয়া ভিডিওর পর ঢাকায় ফিরলেও নতুন সিদ্ধান্ত নিয়ে এখন যশোরে অবস্থান করছেন জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। পরিবার জানিয়েছে, তিনি কিছুদিন মায়ের সঙ্গে সময় কাটাতে চান।
১২ জুন বিকেলে ময়মনসিংহের গফরগাঁওয়ে মুখী শাহ মিসকিনের মাজারে শুয়ে থাকার ভিডিও ছড়িয়ে পড়ে। পরে শিল্পী সংঘের সহায়তায় পুলিশ ও সেনাবাহিনী তাকে ঢাকায় ফিরিয়ে আনে। যদিও শারীরিকভাবে তিনি সুস্থ ছিলেন।
পরদিন সকালে যশোরে মায়ের কাছে রওনা হন তিনি। চাচাতো ভাই রাইসুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন পর মায়ের সঙ্গে সময় কাটাতে পেরে বেশ শান্তিতে আছেন সমু।
নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেতা যশোরের উদিচি নাট্যগোষ্ঠী থেকে অভিনয় শুরু করেন। নাটক ও চলচ্চিত্রে তার কাজ দর্শকদের মনে আজও প্রশংসিত।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/