পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে আজ (রোববার, ১৫ জুন) থেকে খুলছে সরকারি সব অফিস-আদালত।
দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এতে টার্মিনাল, রেলস্টেশন ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।
গত ৫ জুন থেকে শুরু হওয়া এই ছুটির শেষ দিন ছিল শনিবার। গভীর রাত পর্যন্ত রাজধানীতে ফিরতে দেখা গেছে হাজারো মানুষকে।
বাস, ট্রেন ও ব্যক্তিগত গাড়িতে ফিরতি যাত্রায় রাজধানীর প্রবেশমুখে চাপ লক্ষ করা গেছে। যাত্রাবাড়ী, কমলাপুর, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় ছিল ফিরতি মানুষের চোখে পড়ার মতো ভিড়।
যদিও যাত্রীদের চাপ ছিল উল্লেখযোগ্য, তবে বড় কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি। বরং সড়কে অন্যান্য দিনের তুলনায় গাড়ি ও মানুষের চলাচল বেড়েছে।
বিভিন্ন রুটে লাল সবুজ, সোহাগ, এনা, ইকোনো, শ্যামলী, স্টার লাইন, গ্রিন লাইনসহ বড় বড় বাস কোম্পানিগুলোর গাড়ি চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি অনেকে ফিরেছেন লোকাল বাসেও।
অনেকেই আগেই টিকিট কেটে রাখলেও অনেকে শেষ মুহূর্তে টিকিট না পেয়ে লোকাল বাসে ফিরতে বাধ্য হয়েছেন।
আজ ১৫ জুন থেকে সব সরকারি অফিস ও আদালতে শুরু হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। ছুটি শেষে রাজধানীর কর্মচাঞ্চল্য ধীরে ধীরে ফিরে আসছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/